বিকাল ৪টা ৫ মি, ১৫ জুলাই, একুশে টিভি
প্রতিবেদনমূলক অনুষ্ঠান: ওয়ার্ল্ড স্টোরিস
প্রযোজক : সাখাওয়াৎ লিটন
উপস্থাপনা : সাখাওয়াৎ লিটন
‘ওয়ার্ল্ড স্টোরিস’ একটি পূর্ণাঙ্গ ওয়ার্ল্ড ম্যাগাজিন। এ অনুষ্ঠান বিশ্বের বিভিন্ন প্রান্তের আকর্ষণীয় বিভিন্ন বিষয় দর্শকদের সামনে নিয়ে আসে। একুশে টেলিভিশন বাংলায় এ অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দেশ ও বিশ্বকে দেশের মানুষের সামনে তুলে ধরার উদ্যোগ নিয়েছে।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত। তাই নিউজিল্যান্ড থেকে অনেকে শিক্ষা ও কর্মসংস্থানের জন্য স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় চলে আসেন। কিন্তু অস্ট্রেলিয়ায় ২০০১ সালে প্রবর্তিত নতুন একটি ইমিগ্রেশন আইন তাদের জন্য বিভিন্ন বাধা তৈরি করেছে। অস্ট্রেলিয়ার এসবিএস টেলিভিশনের প্রতিবেদক বিল কোড জানাচ্ছেন বিস্তারিত।
পিয়েট্রো কার্বনের কাছে কফি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। তিনি জানেন কিভাবে বৈজ্ঞানিক যথার্থতা বজায় রেখে যথাযথ ভাবে এক্সপ্রেসো বানাতে হয়। ভ্যালে টিভি’র প্রতিবেদক রবার্ট গোমেজ-এর প্রতিবেদনে বিস্তারিত।
পাম অয়েল, এমন একটি পণ্য যা প্রসাধনী থেকে শুরু করে খাদ্য, এমনকি জৈব-জ্বালানীতেও বিদ্যমান। অন্যদিকে পামওয়েল একটি বিতর্কিত পন্যও বটে। কারণ এর বড় ধরনের পরিবেশগত ও সামাজিক ক্ষতিকর পরিণতি রয়েছে। ম্যানুয়েলা ক্যাসপার ক্লেইরিজ আমাদের নিয়ে যাবেন পৃথিবীর সবচেয়ে বেশি পাম অয়েল প্রস্তুতকারী দেশ কলম্বিয়ায়।
নামাজ রোজা ও সিয়াম সাধনার মধ্য দিয়ে বিশ্ব মুসলমান সমাজ পবিত্র রমজান পালন করেন। এ সময় তারা সংযম ও প্রার্থনায় মনোনিবেশ করেন। এবারের প্রতিবেদনে আমরা পরিচিত হবো লেবাননের একজন কবি কাশিম আল ফারুকের সাথে, যিনি অবিশ্বাস্য দুর্দশা থেকে বেঁচে ফিরেছেন। তার অভিজ্ঞতা রমজানের মূল বিষয়টির উপর আলোকপাত করতে পারে। আল আন-টেলিভিশনের প্রতিবেদক হানান ফাদলুল্লাহ এবং জায়না আল হাদ্দাদ জানাচ্ছেন বিস্তারিত।