সকাল ৯টা, ২৬ জুলাই, এসএটিভি
ইয়ুথ ভয়েজ’এর এবারের স্পট
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
বিষয়: দেশের উন্নয়নে সকল কাজে নারীর অংশগ্রহণে উৎসাহ প্রদান
উপস্থাপনা: মনিকা চৌধুরী
প্রযোজনা: বিকাশ সরকার
তরুণরা একটি দেশেরে মূল চালকিাশক্তি। ‘ইয়ুথ ভয়েজ’ অনুষ্ঠানে অংশগ্রহণ করছে দেশের বভিন্নি বশ্বিবদ্যিালয়রে ছাত্র-শিক্ষক, অভভিাবক ও বিভিন্ন স্তরের তারকারা। সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে মুক্ত আলোচনার এই অনুষ্ঠান। অনুষ্ঠানটি পরিকল্পনায় জিনাত জেরিন আলতাফ এবং প্রযোজনা করেছেন বিকাশ সরকার।
ইয়ুথ ভয়েজের এবারের পর্বটি ধারণ করা হয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। অনুষ্ঠানটির এবারের পর্বের বিষয় ‘দেশের উন্নয়নে সকল কাজে নারীর অংশগ্রহণে উৎসাহ প্রদান’। আলোচক প্যানেলে রয়েছেন প্রফেসর ড. মোঃ মতিউর রহমান (ডীন, বিজনেস স্টাডিজ অনুষদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর), ড. তুহিন ওয়াদুদ (সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর), সালমা সাবিহা খুশি (ছাত্রী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর), এ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী (সঙ্গীতশিল্পী), অধ্যক্ষ কে.এ.এইচ ফখরুল আনাম বেঞ্জু (কন্যাশিশু এডভোকেসি ফোরাম, প্রেসিডেন্ট, রংপুর)।
এসএ টেলিভিশনে অনুষ্ঠানটির প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে। এটি পুনঃপ্রচার করা হয় রবিবার সকাল ৯টায়।
সাতদিন/এমজেড