সন্ধ্যা ৭টা ৫০ মি, ১৬ জুলাই, মাছরাঙা টিভি

এ সপ্তাহের টেলিফিল্ম

অলীক অন্ধকার

রচনা ও পরিচালনা: অঞ্জন আইচ
অভিনয়: নাঈম, সূবর্ণা মুস্তাফা, তারিক আনাম খান


মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে সুপারমম নিবেদিত এ সপ্তাহের টেলিফিল্ম ‘অলীক অন্ধকার’। অঞ্জন আইচ পরিচালিত এ নাটকে সুবর্ণা মুস্তফা ও তারিক আনামকে প্রেমিক-প্রেমিকা হিসেবে টিভি পর্দায় দেখা যাবে দীর্ঘ দিন পর।

১৬ জুলাই ২০১৫

নাটক

 >  Last ›