সন্ধ্যা ৬টা ১০ মি, ঈদেন আগের দিন থেকে সপ্তম দিন, চ্যানেল আই
ধারাবাহিক নাটক: রাগ করে মাঙামাটি
চিত্রনাট্য ও পরিচালনা: আফজাল হোসেন
অভিনয়: আফজাল হোসেন, সীমান্ত, অর্ষা
ঈদেন আগের দিন থেকে সপ্তম দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজের ৮ পর্বের ধারাবাহিক ‘রাগ করে মাঙামাটি’। চিত্রনাট্য ও পরিচালনার পাশাপাশি এ ধারাবাহিকে ছোটকাকু চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। এতে আরও অভিনয় করেছেন সীমান্ত, অর্ষা, প্রবাল, বিনয়া, সামিয়া প্রমুখ।