সন্ধ্যা ৭টা ৫০ মি, ঈদের আগের দিন, চ্যানেল আই
একক নাটক: নিধিরাম সরদার
পরিচালনা: রেজানুর রহমান
অভিনয়: শাহাদাত হোসেন, সাহানা সুমি, মাহবুবা রেজানুর
চ্যানেল আইতে ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে রেজানুর রহমানের নাটক নিধিরাম সরদার। এ নাটকে অভিনয় করেছেন শাহাদাত হোসেন, সাহানা সুমি, মাহবুবা রেজানুর প্রমুখ।
গল্পে দেখা যাবে, গ্রাম থেকে ছেলেচি শহরে আসে বই নেয়ার জন্য। যার অফিসে ছেলেটি আসে সেখানে আসা মাত্রই একটা ঝামেলায় পড়ে যায়। সবাই ভাবে গ্রাম থেকে বুঝি ছেলেটি আসলো একটা চাকুরীর জন্য। অফিসের বস থেকে শুরু করে অনান্য সকলে মিলে ছেলেটিকে নিয়ে নানান ঘটনায় মেতে উঠে। কিন্তু শেষমেশ অফিসের বস যখন জানলো যে ছেলে আসলে বইয়ের জন্য এসেছে তখন তো তিনি অবাক। ছেলেটিকে তার বাড়িতে নিয়ে যায় বই দেয়ার জন্য। সেখানে ঘটতে থাকে আরো নানান ঘটনা। শেষমেষ বই নিয়ে যখন ছেলেটি তার বাড়িতে রওয়ানা দেয় তখন তো ছেলেটির আনন্দের যেনো শেষ নেই। ঘটনা এখানেই শেষ না। ছেলেটি আবারো ঐ লোকটির কাছে যায় বই নেয়ার জন্য। কিন্তু সেখানে যাওয়ার পর ছেলটি শুনে তাদের বাসায় নাকি চুরি হয়েছে। কে করলোসেই টাকা চুরি। আসলে যে টাকা পাওয়া যাচ্ছিল না সেই টাকার বান্ডিলটা বইয়ের সাথে চলে গিয়েছিল। সেই টাকা ফেরত দিতেই ছেলেটি আবার লোকটার কাছে ফিরে আসে। এরপরই ঘটতে থাকে আরো নানান ঘটনা।