দুপুর ২টা ৩০ মি, ঈদের ২য় দিন, চ্যানেল আই

টেলিফিল্ম: দেবদূত

রচনা মারুফ রেহমান
পরিচালনা: মাহফুজ আহমেদ
অভিনয়: আহমেদ রুবেল, রুনা খান, মাহফুজ আহমেদ, মাজনুন মিজান


চ্যানেল আইতে ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম দেবদুত। নাটকটি রচনা করেছেন মারুফ রেহমান। নাটকটি পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। অভিনয়ে রয়েছেন আহমেদ রুবেল, রুনা খান, সাজু খাদেম, রুমু, আজাদ আদর, মাহফুজ আহমেদ, মাজনুন মিজান প্রমুখ।

এমন যদি হতো পৃথিবীতে সকল সমস্যার সমাধান দেবদূত এসে করে দিয়ে যেতো। কিন্তু বাস্তবে কী এমন কখনো সম্ভব? অবশ্যই না। তাই তো কাল্পনিকভাবে এমন ‘দেবদূত’ এলে কি হবে তাই ফুটিয়ে তোলা হয়েছে ‘দেবদূত’ টেলিফিল্মে। গল্পে দেখা যাবে- হঠাৎ করেই একটি হাসপাতালে আসে একজন মুমূর্ষ রোগী। মোফস্বলের হাসপাতাল বলে কথা। রোগীটি আসার সাথে সাথেই ঘটতে থাকে নানান ঘটনা।

টেলিফিল্মটির শুটিং হয়েছে কিশোরগঞ্জ বাজিতপুরের ‘জহিরুল ইসলাম মেডিকেল’ কলেজ এলাকায়। পরিচালক জানান, শুটিংয়ের জন্য সুন্দর ক্যাম্পাস যেমন প্রয়োজন, ঠিক তেমনি হাজার হাজার ছাত্রছাত্রীও প্রয়োজন, প্রয়োজন লাশ কাটা ঘরসহ আনুষঙ্গিক অন্যান্য বিষয়। তাই উক্ত কলেজকে বেছে নেয়া হয়েছে।

১৯ জুলাই ২০১৫

নাটক

 >  Last ›