রাত ৯টা ৩৫ মি, ঈদের ২য় দিন, চ্যানেল আই

একক নাটক: হাট্টিমাটিম টিম

রচনা ও পরিচালনা: ফেরদৌস হাসান
অভিনয়: সাজ্জাদ, হাসিন, আবুল হায়াত, ডলি জহুর


চ্যানেল আইতে ঈদের দ্বিতীয় দিন রাত ৯টা ৩৫ মিনিটে ড্রচার হবে নাটক হাট্টিমাটিম টিম। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান এবং অভিনয়ে রয়েছেন সাজ্জাদ, হাসিন, আবুল হায়াত, ডলি জহুর প্রমুখ।

এক পরিবারের মানুষগুলো গতানুগতিক ধারার মানুষের বাইরে। একেক জনের কথাবার্তা-চলাফেরা একেক রকম। কিন্তু এলাকায় এই পরিবারের আবার অন্যরকম নাম ডাক রয়েছে। এটার পেছনে মূল কারণ হলো পরিবারের ছেলেটি। কারণ সে ইতোমধ্যে কয়েক ক্লাসে প্রথম হয়েছে। ফলে তাকে নিয়ে এলাকার মানুষের কল্পনা-ঝল্পনা শেষ নেই। সবার মুখে একটাই কথা- টিম পাড়ার ওই পরিবারের ছেলে আবার প্রথম হয় কেমনে। এমনি গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘হাট্টিমাটিম টিম’।

১৯ জুলাই ২০১৫

নাটক

 >  Last ›