সকাল ১০টা ৩০ মি, ঈদের ৩য় দিন, চ্যানেল আই
চলচ্চিত্র ‘এক কাপ চা’এর টিভি প্রিমিয়ার
পরিচালনা: নাইম ইমতিয়াজ নেয়ামুল
অভিনয়: ফেরদৌস, মৌসুমী, ঋতুপর্ণা
এক কলেজ শিক্ষক এবং সেই কলেজের লাইব্রেরিয়ানের প্রেমের গল্পকে ঘিরে গড়ে উঠেছে চলচ্চিত্র ‘এক কাপ চা’-এর গল্প। নাইম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় চলচ্চিত্রটি ২০১৪ সালের নভেম্বর মাসে মুক্তি পায়। এই চলচ্চিত্রের মাধ্যমে চিত্রনায়ক ফেরদৌস প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন। চলচ্চিত্রটি প্রথমবারের মত টেলিভিশনের পর্দায় প্রদর্শিত হতে যাচ্ছে ঈদ উপলক্ষ্যে।
কলেজ শিক্ষক শফিক পছন্দ করে লাইব্রেরিয়ান দীপাকে। কিন্তু, লাজুক প্রকৃতির শফিক তার মনের কথাটি দীপাকে খুলে বলতে পারে না। শফিক প্রতিদিন দীপার টেবিলে একটি গোলাপ ফুল রেখে আসে। অপরদিকে দীপা খুবই সপ্রতিভ এক মেয়ে। সে জনৈক গোমেজের বাড়িতে পেয়িং গেস্ট হিসেবে থাকে।
একদিন শফিক সাহস করে দীপাকে এক কাপ চায়ের দাওয়াত দেয়। দুর্ভাগ্যবশত সেদিন গোমেজের ছেলে গুরুতর অসুস্থ থাকায় দীপা চায়ের দাওয়াতে আসতে পারে না। এদিকে দীপা না আসাতে শফিক দীপার বাসায় গিয়ে হাজির হয় এবং জানতে পারে যে গোমেজের ছেলেকে বাঁচাতে একটি বিশেষ ইনজেকশন দরকার। এভাবেই শফিক একের পর এক ঘটনায় জড়িয়ে পড়তে থাকে।
সিনেমাটিতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, মৌসুমী, রিতুপর্না সেনগুপ্ত প্রমুখ। অতিথি শিল্পী শাকিব খান, আলমগীর হোসেন, রাজ্জাক, হুমা য়ুন ফরীদি, অমল বোস, আহমেদ শরীফ, আনিসুজ্জামান, শহীদুল আলম সাচ্চু, তুষার খান, মীর সাব্বির, মুক্তি, ইমন, নিরব, নিপুন, আখী আলমগীর, হুমায়রা হিমু, ডা. এজাজ, মুনিরা মিঠু, ওমর সানী, সায়ীদ বাবু, কাবিলা, ফারহানা নিশো প্রমুখ।
সাতদিন/এমজেড