সকাল ১০টা ৩০ মি, ঈদের ৪র্থ দিন, চ্যানেল আই
ওয়ার্ল্ড প্রিমিয়ার
চলচ্চিত্র কি দারুণ দেখতে
পরিচালনা: ওয়াজেদ আলী সুমন
অভিনয়: বাপ্পী, মাহী, মিশা সওদাগর
চ্যানেল আইতে ঈদুল ফিতরের চতুর্থ দিন সকাল ১০টা ৩০ মিনিটে ওয়ার্ল্ড প্রিমিয়ার চলচ্চিত্র কি দারুণ দেখতে। পরিচালনা ওয়াজেদ আলী সুমন। অভিনয়ে বাপ্পী, মাহী, ওয়াহিদা মল্লিক জলি, মিশা সওদাগর, সোহেল খান, ডাঃ এজাজ প্রমুখ।
কী দারুণ দেখতে- তিন পরিবার ও ত্রিভুজ প্রেমের গল্প। মাহি অপূর্ব সুন্দরী। কিন্তু স্থানীয় বখাটেদের কারণে সে নিজেকে মুখে কালো মেক-আপে অসুন্দরী করে রাখে। একদিন বাপ্পি তাকে মেক-আপ ছাড়া দেখে মাহীর প্রেমে পড়ে যায়। এদিকে শাহরিয়ার কোনদিনই কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি। কিন্তু একদিন মাহীকে মেক-আপ ছাড়া সেও দেখে মাহীর প্রেমে পড়ে যায়। শুরু হয় বাপ্পি ও শাহরিয়ার- এর মধ্যে মাহীকে নিয়ে দন্দ্ব। ঘটনাক্রমে বখাটেদের হাত থেকে মাহীকে বাঁচাতে এক সঙ্গে লড়ে বাপ্পি ও শাহরিয়ার। তারপর...।