সন্ধ্যা ৭টা ৫০ মি, ৪র্থ দিন, চ্যানেল আই

একক নাটক: সুইচ অফ

রচনা ও পরিচালনা: আরিফ রহমান
অভিনয়: মোশারফ করিম, সামিয়া, সোহেল খান, মারজুক রাসেল


চ্যানেল আইতে ঈদুল ফিতরের চতুর্থ দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক সুইচ অফ। রচনা ও পরিচালনায় আরিফ রহমান। অভিনয়ে মোশারফ করিম, সামিয়া, সোহেল খান, মারজুক রাসেল, ফারুক আহমেদ, কচি খন্দকার, সুমন পাটোয়ারী প্রমুখ।

ঢাকা শহরে বসবাসরত একটি পরিবারকে নিয়ে গড়ে উঠেছে গল্পটি। পরিবারের রয়েছে গালিব, বাবা, মা ও গালিবের বউ। হঠাৎ একদিন সোলার স্টর্ম হয় শহরটিতে। সোলামার স্টর্ম এর পার্শ্বপ্রতিক্রিয়া পড়ে শহরে। কিছুক্ষণ পরেই মানুষগুলো আবিষ্কার করে শহরে কোনো বিদ্যুৎ নেই তাই সবাই অন্ধকারে-আলোর খোঁজে চলে মোমবাতি কেনার প্রতিযোগিতা। অনেকে মোমবাতি না পেয়ে মশাল জ্বালিয়ে রাখে, মোবাইলের নেটওয়ার্ক নেই তাই মোবাইল যোগাযোগ বন্ধ, টেলিভিশন থেকে সকল প্রকারের প্রচার বন্ধ হয়ে যায়, চার্জিত ব্যাটারির চার্জ মুহূর্তেই ফুরিয়ে যায়। এককথায় মুখের কথা ছাড়া সবকিছু বন্ধ হয়ে যায। সবার জীবন চলে আসে জীবনমৃত্যুর মাঝখানে। বিদ্যুৎ নেই, পানি নেই, মোবাইলের নেটওয়ার্ক নেই, টেলিভিশনের ট্রান্সমিটিং নেই। এই জিনিসগুলো ছাড়া সবার জীবন অচল হয়ে যায। অস্থির হয়ে পড়ে সবাই। মুহূর্তেই দুর্নীতি ছড়িয়ে পড়ে শহরে। এই অবস্থা থেকে কীভাবে বেঁচে উঠবে সে প্ল্যান করতে থাকে সবাই। আধুনিক এই উপাদানগুলো ছাড়া আমাদের জীবন কতটা অচল তা ফুটে ওঠে একটি পরিবার, তাদের পাড়া প্রতিবেশী ও আত্মীয়স্বজনের কয়েকদিনের জীবনযাত্রা দিয়ে।

২১ জুলাই ২০১৫

নাটক

 >  Last ›