রাত ৯টা ৩০ মি, ৪র্থ দিন, চ্যানেল আই

একক নাটক: হঠাৎ প্রিয়তমা

রচনা: আনিসুল হক
পরিচালনা: শামীম শাহেদ
অভিনয়: অপি করিম, মূসা ইব্রাহীম

চ্যানেল আইতে ঈদুল ফিতরের চতুর্থ দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচারিত হবে নাটক হঠাৎ প্রিয়তমা। জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হকের গল্প অবলম্বনে নাটকটি পরিচালনা করেছেন শামীম শাহেদ। এতে অভিনয় করেছেন অপি করিম, মূসা ইব্রাহীম প্রমুখ।

নাটকে দেখা যাবে, বন-জঙ্গলে পাখির ছবি তোলে রিমন। একদিন অর্চি নামের এক মেয়ের সঙ্গে তার দেখা হয়। একটা সময়ে জানতে পারে, অর্চি সাধারণ মানুষ নয়, সে অশরীরী। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।

২১ জুলাই ২০১৫

নাটক

 >  Last ›