বিকেল ৪টা ১০ মি, ঈদের ৫ম দিন, চ্যানেল আই
টেলিফিল্ম: ডেসটিনেশন
রচনা ও পরিচালনা: ফারদিন এহসান স্বাধীন
অভিনয়: সুজানা, ওমর সানি, শহিদুজ্জামান সেলিম
চ্যানেল আইতে ঈদুল ফিতরের পঞ্চম দিন বিকেল ৪টা ১০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ডেসটিনেশন। নাটকটি রচনা ও পরিচালনা ফারদিন এহসান স্বাধীন এবং অভিনয় করেছেন সুজনা, ওমর সানি, শহিদুজ্জামান সেলিম, সুব্রত প্রমুখ।
গল্পে দেখা যাবে- মন্ত্রীর মেয়ে সুজানা। তার বডিগার্ড ইব্রাহীম (ওমর সানী)। এ চেষ্টায় ইব্রাহীম সবসময়ে ব্যস্ত। কিন্তু এরই মধ্যে দুষ্ট লোকের নজরে আসে সুজানা। কোনো রকমই পিছু ছাড়েনা সুজানার। ঘটনা ক্রমেই জটিলতার দিকে এগিয়ে যায়। তাহলে মন্ত্রীর মেয়ে প্রিয়দর্শিনী সুজানাকে কী ইব্রাহীম শত বাধা পেরিয়ে আগলে রাখতে পারবে?। এরকম নানা জটিলতার গল্পই ডেসটিনেশন।