সন্ধ্যা ৭টা ৫০ মি, ঈদের ৫ম দিন, চ্যানেল আই
একক নাটক: ম্যাচিউরড্
রচনা ও পরিচালনা: মোস্তফা কামাল রাজ
অভিনয়: নাঈম, মেহজাবিন, মুকিত
চ্যানেল আইতে ঈদুল ফিতরের পঞ্চম দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ম্যাচিউরড্। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ এবং অভিনয়ে রয়েছেন নাঈম, মেহজাবিন, মুকিত প্রমুখ।
নতুন প্রজন্ম সবকিছুই হড়িঘড়ি করে। তাদের জীবনটা গতিময়। আবেগও বাঁধভাঙা। নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের সম্পর্ক তৈরি করতে যেমন সময় লাগে না, তেমনি সহজে ভেঙেও যায়। এ যেন ঠুনকো কাচের মতো। এই গল্পেও তেমন একজোড়া তরুণ-তরুণীকে পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয় পড়–য়া পিয়াল চটপটে ছেলে। দুষ্টুমি আর আড্ডাবাজ হলেও লেখাপড়ায় ভালো রেজাল্ট তার। মা-বাবার একমাত্র সন্তান সে। একদিন শীলা নামের একজনকে দেখে ভালোলাগে তার। সে পড়ে আরেক বিশ্ববিদ্যালয়ে। এই মেয়েটি দেখতে রূপসী। তবে টমবয় মার্কা চলাফেরা তার। সেও মা-বাবার একমাত্র সন্তান। শীলাকে ফলো করতে থাকে পিয়াল। যত ফলো করে ততোই তার প্রেমে পড়ে যায় ছেলেটি। একসময় শীলা বুঝে যায়। কিন্তু সে তেমন পাত্তা দেয় না। পিয়াল মনের কথা জানানোর চেষ্টা করে অনেকবার। কিন্তু শীলা গুরত্বের সঙ্গে নেয় না সেসব।
একসময় হার মানে শীলা। পিয়ালের প্রেমে জড়িয়ে পড়ে সে। সব ভালোই ছলছিল। পিয়াল ও শীলা ঘুরে বেড়ায়, ফাস্টফুড খায়। কিন্তু একদিন পিয়ালের সঙ্গে একটি মেয়েকে অন্তরঙ্গ অবস্থায় দেখ রেগে যায় শীলা। সে ব্রেকআপের সিদ্ধান্ত নেয়। পিয়াল অনেক বুঝিয়েও সুবিধা করতে পারে না। এক নিমিষেই ভেঙে যায় তাদের সম্পর্ক। তারপর...।