দুপুর ২টা ৩০ মি, ঈদের ৬ষ্ঠ দিন, চ্যানেল আই

টেলিফিল্ম: ক্যারেক্টার

রচনা ও পরিচালনা: ইফতেখার আহমেদ ফাহমি
অভিনয়: সোহেল খান, নীলা, মারজুক রাসেল, সোনিয়া, সিদ্দিকুর রহমান


রাসেলের জীবনের একমাত্র চাওয়া সে একজন অভিনেতা হবে। প্রতিষ্ঠিত না হলেও চলবে। এ পেশায় থেকে মৃত্যুবরণ করাটাই তার একমাত্র লক্ষ্য এবং স্বপ্ন। অভিনয়ের তাগিদে এখানে ওখানে কম চক্কর কাটায়নি রাসেল। তবুও স্বপ্ন বেশ দূরে তার কাছ থেকে। কিন্তু কপালে থাকলে ঠেকায় কে। একজন স্বনামধন্য পরিচালক খুঁজে বের করলেন রাসেলকে। রাস্তা পারাপারের সময় পরিচালকের চোখে পড়ল রাসেল। নিজের সিনেমার স্টর্ম- এর সাথে অদ্ভুদ মিলন পেলেন তিনি। স্বপ্নের ছবির মূল ক্যারেক্টার- এর বাস্তব রূপ দেখে প্রস্তাবের ক্ষেত্রে আর দেরী করেনি পরিচালক। ভাগ্যের পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত রাসেল প্রস্তাবকে কল্পনার মতো গ্রহণ করলেন...।

২৩ জুলাই ২০১৫

নাটক

 >  Last ›