রাত ৯টা ১৫ মি, ঈদের আগের দিন, এনটিভি
রিয়্যালিটি শো: মমতাজ মেহেদী রঙে রাঙাতে
বিচারক: হাশেম খান, ফেরদৌস আরা ও ফারনাজ আলম
উপস্থাপনা: সায়েম ও পারিহা
প্রযোজনা: মোহাম্মদ নূরুজ্জামান
এনটিভিতে ঈদের আগের দিন রাত ৯টা ১৫ মিনিটে প্রচারিত হবে রিয়্যালিটি শো ‘মমতাজ মেহেদী রঙে রাঙাতে’র গ্র্যান্ড ফিনালে। মোহাম্মদ নূরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সায়েম ও পারিহা। এই অনুষ্ঠানে বিচারক হিসেবে অংশগ্রহণ করেছেন চিত্রশিল্পী হাশেম খান, সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা এবং ওমেন্স ওয়ার্ল্ডের ফারনাজ আলম।