দুপুর ২টা ৩৫ মি, ৪ সেপ্টেম্বর,এনটিভি

টেলিফিল্ম: সাবলেট

রচনা ও পরিচালনা: ফেরদৌস হাসান
অভিনয়: সজল, সুমাইয়া শিমু, দিলারা জামান


নাম বিভ্রাটের কারণে আঞ্জু শাহীনের সাথে সাবলেট থাকতে যেয়ে বিপাকে পড়ে। কারণ, শাহীন ভেবেছিল আঞ্জু মেয়ে, তাই সে সাবলেট দিয়েছিল তাকে। কিন্তু ঘটনা তার উল্টো। স্বাভাবিকভাবেই একটা ঝামেলা তৈরি হয়। পরবর্তীতে বাড়িওয়ালার হস্তক্ষেপে সমস্যার একটা সমাধান হয়। কিছুদিন একই বাড়িতে পর সাবলেট নিতে এসে পরিচয় হয় মনির আর নাহিনের। পরিচয় থেকে পরিনয়। ঐদিকে আঞ্জু আর শাহীনের মধ্যে শুরু হয় সংঘাত। আঞ্জুকে উৎখাত করতে যেয়ে উল্টো প্রেমে পড়ে যায় শাহীন।

৪ সেপ্টেম্বর ২০১৫

টেলিভিশন

 >  Last ›