রাত ৯টা ৫০ মি, ঈদের দিন থেকে ৭ম দিন, এনটিভি
৭ পর্বের ধারাবাহিক নাটক
স্টোরি বোর্ড
রচনা ও পরিচালনা: রায়হান খান
অভিনয়: তারিক আনাম খান, আবুল হায়াত, মোশাররফ করিম, তারিন, প্রভা, মিশু সাব্বির
ইফতেখারের পরিবার বলতে মা, বোন অহনা ও মুমু। সারাদিন আড্ডা, বাগান করার ব্যর্থ চেষ্টা আর সারারাত ডিভিডিতে ডিটেকটিভ সিনেমা দেখাই তার কাজ। অহনা ঢাকায় একটা কলেজে ভর্তি হয়েছিল, কিন্তু হঠাৎ গ্রামে ফিরে আসে। মা ভাই জানতে চাইলেও অহনা তাদের কিছুই বলেনা বরং বাড়ি ছেড়ে যাবার হুমকি দেয়। একদিন ছোট বোন মুমুকে স্কুল থেকে আনতে গিয়ে হঠাৎ অহনার সামনে দাঁড়ায় রবিন চৌধুরী। রবিন অহনাকে বিয়ের প্রস্তাব দেয়, রাজী না হলে মোবাইলের একটি ভিডিও দেখিয়ে ভয় দেখায় তাকে, অহনার মাথায় আকাশ ভেঙ্গে পরে।