রাত ১১টা ১৫ মি, ঈদের দিন, এনটিভি
বিশেষ নাটক: প্রেশার কুকার
রচনা ও পরিচালনা: আতিক জামান
অভিনয়: মেহজাবিন, টয়া, রোজী সেলিম
এনটিভিতে ঈদের দিন রাত ১১টা ১৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘প্রেশার কুকার’। আতিক জামানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- রোজী সেলিম, আবির মির্জা, আসিফ, মেহজাবিন, সাফা কবির, শেহতাজ, টয়া প্রমূখ।