রাত ১১ টা ৩০ মি, ৫ সেপ্টেম্বর, এনটিভি
একক নাটক: আকাশের ঠিকানায়
রচনা ও পরিচালনা: জাকারিয়া সৌখিন
অভিনয়: আফরান নিশো, তিশা ও অরুণা বিশ্বাস
বিষণ্ন মেয়ে তরী। তার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল তার বাবা। কিন্তু বাবা এখন আকাশে তারা হয়ে মিশে আছে। তাই তরী পাহাড়ে ঘুরে বেড়ায়। পাহাড় থেকে আকাশ সবচেয়ে কাছে। সেখানে বসে সে বাবার সঙ্গে কথা বলে। একদিন হুট করে তরীর জীবনে আসে উচ্ছল তরুণ জারিফ। সে বর্ণহীন তরীর জীবন নানা রঙে রাঙিয়ে দেয়। কিন্তু যে মেয়েটির জš§ই হয়েছে বেদনার গাঢ় নীলে নীলচে হয়ে থাকার জন্য, তার কাছে রঙধনুর সাতরঙ দূরের হাতছানিই। আর তাই মেয়েটির সারা জীবনের ঠিকানা আকাশই হয়ে যায়।