রাত ৯টা ১৫ মি, ঈদের ২য় দিন, এনটিভি
বিশেষ মিউজিক্যাল শো
মিউজিক্যাল টাইম উইথ বালাম অর্ণব এন্ড রুমি
উপস্থাপনা: জোহরা
প্রযোজনা: জোনায়েদ বিন জিয়া
এনটিভিতে ঈদের দ্বিতীয় দিন রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে বিশেষ মিউজিক্যাল শো ‘মিউজিক্যাল টাইম উইথ বালাম অর্ণব এন্ড রুমি’। জোহরা’র উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জোনায়েদ বিন জিয়া। এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন- আরেফীন রুমি, বালাম ও অর্ণব। এ সময়ের অত্যন্ত জনপ্রিয় এই তিন শিল্পী আড্ডা আর গান পরিবেশন করেছেন বিশেষ এই আয়োজনে।