রাত ১১টা ১৫ মি, ঈদের ৩য় দিন, এনটিভি

বিশেষ নাটক: শিশির কণা

রচনা: মো: তাবারুক হোসেন ভুঁইয়া
পরিচালনা: আবু হায়াত মাহমুদ
অভিনয়: রিয়াজ, তিশা, শবনম ফারিয়া, রমিজ রাজু, রাকা

আবীর আর বৃষ্টি সম্পূর্ণ দুই চরিত্রের মানুষ। বৃষ্টি যতটাই আবেগপ্রবন আবীর ততটাই বাস্তববাদী। নব্য লেখক আবীর এখনো বেকার। আবেগে পড়ে বৃষ্টি এক রকম জোর করেই আবীরকে বিয়ে করে বসে। যেহেতু সে প্রতিভাবান তাই বৃষ্টির বিশ্বাস ছিলো যে আবীরের এই বেকারত্ব ক্ষণস্থায়ী। আর সংসারের চাপে যাতে তার লেখালেখি ব্যহত না হয় তাই বৃষ্টি নিজেই একটা চাকুরি যোগাড় করে নেয়। আর এরপরই শুরু হয় তাদের দাম্পত্য কলহ, যার দায় আসলে আবীরের উপরই বেশি বর্তায়। আবীর তার ভাবলেশহীন জীবন থেকে বের হতে পারে না আর বৃষ্টিরও তার চারপাশের নতুন নতুন মানুষদের দেখে আবীরের কাছ থেকে একটা তুলনামূলক প্রত্যাশা সৃষ্টি হতে থাকে।

২২ জুলাই ২০১৫

নাটক

 >  Last ›