দুপুর ২টা ৩৫ মি, ২ অক্টোবর, এনটিভি
টেলিফিল্ম: কেন মেঘ আসে
রচনা ও পরিচালনা: গৌতম কৈরী
অভিনয়: অপূর্ব, প্রসূন আজাদ, আল মামুন, মম মোর্শেদ, শামীমা তুষ্টি
নবনী সাউথ কোরিয়া থেকে পড়াশুনা শেষ করে দেশে ফিরেছে। নবনীর বাবা বিজনেসম্যান, মা নেই। বাবার ইচ্ছা তার কোন একটা বিজনেস নবনী দেখুক। নবনীর ইচ্ছা রিসার্চ এন্ড এডুকেশন নিয়ে কাজ করা। ফেসবুকের মাধ্যমে নবনীর এক কলেজ ফ্রেন্ড নবনীর সাথে যুক্ত হয়। ওর নাম বিজয়। বিজয় ক্যামেরা চালায়। একদিন এক মেয়ের ইন্টারভিউ নিচ্ছিলো তারা। মেয়েটির নাম তিন্নি। কথা প্রসঙ্গে নবনী জানতে পারে তিন্নি অন্ধদের স্কুলে পড়ায়। পরদিন তারা অন্ধদের স্কুলে যায়। নবনী মনে মনে ঠিক করে ফেলে এটাই হবে তার ডকুমেন্টারির প্রজেক্ট। পরদিন ওই অন্ধ স্কুলে আবার নবনীরা হাজির হয়। ফিরে আসার সময় নবনী হঠাৎ দূর থেকে একটা ভ্যায়োলিনের সুর শুনতে পায়।