বিকাল ৩টা, ঈদের দিন, দেশ টিভি
এত সুর এত গান-এ বিজন মিস্ত্রী ও শারমিন সাথী
প্রযোজনা সুমন সাহা
ঈদের বিশেষ মিউজিক্যাল লাইভ এতো সুর এতো গান। সাতদিনের এই আয়োজনে শিল্পীরা গাইবেন ৪০ দশক থেকে শূণ্য দশক পর্যন্ত বাংলা গানের কালজয়ী সব গানগুলো। আর গানের ফাঁকে ফাঁকে আড্ডায় তাদের কাছ থেকে শোনা যাবে চিরস্মরণীয় গান গুলো নিয়ে নানান রঙ্গিন গল্প।
এতো সুর এতো গান গানের ১ম দিনের আয়োজনে উপস্থিত থাকবেন সঙ্গীতশিল্পী বিজন মিস্ত্রী ও শারমিন সাথী। তারা গাইবেন ৪০ দশকের সাড়া জাগানো বাংলা গানগুলো। এ গানগুলো নিয়ে দর্শকদের বিশেষ কোন তথ্য জানা থাকলে অথবা গানগুলো নিয়ে তাদের জীবনে বিশেষ কোন স্মৃতি বা অভিজ্ঞতা থাকলে তা ফোনে শেয়ার করতে পারবেন। ফোন নম্বরগুলো হচ্ছে ৮৩৩২৫০৯ ও ৮৩৩২৭৫৪। সুমন সাহার প্রযোজনায় অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে বেলা ৩টায়।