ঈদের ২য় দিন রাত ৭টা ৪৫ মি, দেশ টিভি
ঈদের বিশেষ নাটক: ফিরে এলো রূপবান
রচনা: তুহিন রাসেল
চিত্রনাট্য ও পরিচালনা: মাবরুর রশিদ বান্নাহ্
অভিনয়ে: শ্রেয়া সর্বজয়া, ইরেশ যাকের, সাঈদ বাবু প্রমুখ।
রূপবান তার ভাই আনিসের বন্ধুদের নিয়ে একটা গ্যাং চালায়। এক রাতে রূপবানের এক ট্রাক মাল নিয়ে গোলাগুলি হয় অণ্য একটা গ্যাংয়ের সাথে। হঠাৎ একটা গুলি রূপবানের গায়ে লাগতে গেলে রাম নামের এক লোক এসে তাকে বাঁচায়। তারপর রূপবান রামকে তার ডান হাত হিসেবে রেখে দেয়। কিছুদিন পর রূপবানের কাছে খবর আসে তার গ্যারেজ মালিক রহমান ভাই গুম হয়। পরদিন সকালবেলা রহমান ভাইয়ের লাশ পাওয়া যায়। এভাবে আস্তে আস্তে রূপবানের আশেপাশের মানুষজন গুম হতে থাকে। একদিন এক ঘটনায় রূপবান বুঝতে পারে আসলে তার আশপাশের মানুষজনকে গুম কওে মেওে ফেলছে তারই ডান হাত রাম। এবার রামের সাথে রূপবানের গোলাগুলি হয়। এক পর্যায়ে রূপবানের গায়ে গুলি লাগে। এমন সময় লক্ষনের ডান হাত সেলিম রূপবানকে নিয়ে আসে হাসপাতালে। রূপবান সেলিমের কাছে জানতে পারে লক্ষন মারা যাবার পর লক্ষনের গ্যাং এর হাল ধওে এই রাম। রামের বিভিন্ন কাজ সেলিমের পছন্দ না হওয়ায় সেলিম তার প্রতিবাদ করে। পওে রাম সেলিমকে গ্যাং থেকে বের কওে দেয়। তারপর রূপবান মরিয়া হয়ে খুঁজতে থাকে রামকে। একটা জায়গায় পেয়েও যায়। রামকে জিজ্ঞেস কওে রাম কেন এসব করছে। রাম জানায় সে আসলে লক্ষনের ছোট ভাই যে কিনা রূপবানের হাতে মারা পড়েছিল। আর রাম এর প্রতিশোধ নিতেই রূপবানের পিছু নিয়েছে। সবশেষে দেখা যায় রূপবান রামের বুকে একটি গুলি কওে রামকে মেরে ফেলে। টিকে থাকে কেবল রূপবান নিজেই।