ঈদের ৫ম দিন রাত ৯টা ৪৫ মি, দেশ টিভি
Call-এর গান-এ চিরকুট
জনপ্রিয় ব্যান্ড চিরকুট প্রতিনিয়ত নিজেদের সৃষ্টিশীলতা দিয়ে সবার মন জয় করে নিয়েছে। ২০০২ সালে এ ব্যান্ডটি প্রতিষ্ঠিত হয়। ব্যান্ডটি ২০১০ সালে প্রথম অ্যালবাম 'চিরকুটনামা' প্রকাশ করে হইচই ফেলে দেয়। চিরকুটের প্রকাশিত দ্বিতীয় অ্যালবাম ‘যাদুর শহর’ও ব্যাপক আলোচিত হয়েছে শ্রোতামহলে।
দেশ টিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এবং দর্শকদের সরাসরি ফোনে কথা ও অনুরোধের গানের অনুষ্ঠান কল-এর গান। ঈদের বিশেষ কল-এর গানে আসছে ব্যান্ড চিরকুট। তানিয়া হোসেন-এর উপস্থাপনা এবং আমজাদ সুজন-এর প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের ৫ম দিন রাত ৯টা ৪৫ মিনিটে। এই অনুষ্ঠানে দর্শকরা সরাসরি ফোনে কথা ও অনুরোধের গান শুনতে পাবেন ৮৩৩২৫০৯ বা ৮৩৩২৭৫৪ এই নাম্বারে ফোন করে।