ঈদের ৭ম দিন রাত ৯টা ৪৫ মি, দেশ টিভি
Call-এর গান-এ কনা, কোনাল ও এলিটা
দেশ টিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এবং দর্শকদের সরাসরি ফোনে কথা ও অনুরোধের গানের অনুষ্ঠান কল-এর গান। ঈদের বিশেষ কল-এর গানে আসছেন জনপ্রিয় শিল্পী কনা, কোনাল ও এলিটা। মুনিয়া-এর উপস্থাপনা এবং রেজোয়ানুল কবীর মাসুম-এর প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের ৭ম দিন রাত ৯টা ৪৫ মিনিটে। এই অনুষ্ঠানে দর্শকরা সরাসরি ফোনে কথা ও অনুরোধের গান শুনতে পাবেন ৮৩৩২৫০৯ বা ৮৩৩২৭৫৪ এই নাম্বারে ফোন করে।