রাত ৯টা ১৫ মি, ঈদের ৪র্থ দিন, এনটিভি
বিশেষ গেইম শো: রঙধনুর রঙে
অংশগ্রহণে: অহনা, স্পর্শিয়া, উর্মিলা, কোণাল, লিজা ও কণা
উপস্থাপনা: ডা: এজাজ
প্রযোজনা: জাহাঙ্গীর চৌধুরী
এনটিভিতে ঈদের চতুর্থ দিন রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে বিশেষ গেইম শো ‘রঙধনু রঙে’। জাহাঙ্গীর চৌধুরী’র প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জনপ্রিয় অভিনেতা ডা: এজাজ। এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন- অহনা, স্পর্শিয়া, উর্মিলা, কোণাল, লিজা ও কণা। শিল্পীরা এই অনুষ্ঠানের মজার মজার সব গেইমসে অংশগ্রহণ করেছেন। আড্ডা, খেলা আর গানে মেতেছেন সবাই এই ঈদ আয়োজনে।