দুপুর ২টা ৩৫ মি, ঈদের ৫ম দিন, এনটিভি

সমরেশ বসু’র উপন্যাসের ছাড়া অবলম্বনে

বিশেষ টেলিফিল্ম: ক্রিস-ক্রস

চিত্রনাট্য ও পরিচালনা: গোলাম সোহরাব দোদুল
অভিনয়: আনিসুর রহমান মিলন, আজাদ আবুল কালাম, রিচি সোলায়মান, অপর্ণা ঘোষ

ক্ষয়িষ্ণু আভিজাত্যে পালিত সৈয়দ বংশের ছেলে অনির্বাণ বর্তমানে জেলে। সেখানে বসে সে তার মা-বোনের আসা চিঠির উত্তর দেয়। কিন্তু হঠাৎ করেই তিন বছর আগে মায়ের চিঠি আসা বন্ধ হয়ে গেছে। মাঝে-মধ্যে পাগলের মত চিৎকার করে ওঠে অনির্বাণ। এজন্য পাগলা সেলের কষ্টও সহ্য করতে হয়েছে তাকে। কখনো বোনের কাছে লেখা চিঠি আবার কখনো অনির্বাণের স্বগতোক্তি থেকে জানা যায় অনির্বাণের কাহিনী।

২৩ জুলাই ২০১৫

নাটক

 >  Last ›