রাত ৮টা ১০ মি, ঈদের ৫ম দিন, এনটিভি
বিরতিহীন নাটক
অপরিচিতা
রচনা: পান্থ শাহরিয়ার
পরিচালনা: নঈম ইমতিয়াজ নেয়ামূল
অভিনয়: আফজাল হোসেন, রাইসুল ইসলাম আসাদ, সাদিয়া ইসলাম মৌ
আনিস সাহেব একটা ফ্ল্যাটে থাকছেন একা একা, এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। পাশের ফ্ল্যাটের সাত্তার সাহেবের সাথেই যা একটু মেলামেশা করেন। সেখান থেকেই নিজের সম্পর্কে পাড়া প্রতিবেশীর অভিমতগুলো শুনে নেয় আনিস। আজ সন্ধ্যায় আনিস যখন সাত্তার এর ফ্ল্যাটে যাবে ভাবছে ঠিক তখুনি কলিং বেলের শব্দ। নিশ্চই সাত্তার নিজেই চলে এসেছে। আনিস দরজা খুলতেই দেখে এক তরুণী দাঁড়িয়ে আছে। কোন কথা বলবার সুযোগ না দিয়েই অপরিচিতা মেয়েটা বাড়ীর ভেতরে ঢুকে পড়ে।