রাত ৮টা ১০ মি, ঈদের ৬ষ্ঠ দিন, এনটিভি
বিরতিহীন বিশেষ নাটক
রাত্রির খামোখা খেয়াল
রচনা: আনন জামান
পরিচালনা: রাখাল সবুজ
অভিনয়: রিয়াজ, রিচি সোলায়মান, অনন্তহীরা, আর্য শশাংক, দিদারুল দিপু
স্ত্রী রোমিতাকে হত্যার অভিযোগে অভিযুক্ত আদিনুর বেকসুর খালাস পায়। সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয় রোমিতা সুইসাইড করেছে। বাসায় ফিরে আদির প্রাত্যাহিক জীবনে অদ্ভুদ সব ঘটনা ঘটতে থাকে। মৃত রোমিতাকে দেখতে পায় সে। এক রাতে রোমিতা তাকে কফি পান করতে করতে প্রশ্নকরে, কেন তাকে সে হত্যা করেছে। আদির বাবা রোড এ্যাকসিডেন্টে মারা গেলে যে ফ্লাইটে সে লন্ডন থেকে ফিরছিল, সে ফ্লাইটে এয়ার হোস্টেস রোমিতার সাথে পরিচয়, পরে বিয়ে। রোমিতা রাফ গাড়ী চালালে আদি বলতো- যে কোন দূর্ঘটনাকারীকে বাবার হত্যাকারী মনেকরে। সহসা রোমিতা একটি দূর্ঘটনা নিজ চোখে দেখার পরে বদলে যেতে থাকে।