দুপুর ২টা ৩৫ মি, ঈদের ৭ম দিন, এনটিভি
বিশেষ টেলিফিল্ম: কাপল
রচনা ও পরিচালনা: মিজানুর রহমান আরিয়ান
অভিনয়: অপূর্ব, মম, নাঈম, ঈষিকা, কাজী উজ্জল
নাবিলার বিয়ে ঠিক হয়ে আছে তার বাবার বাল্য বন্ধু রফিক সাহেবের ছেলে সানির সাথে। কিন্তু সানির অনেক কিছুই মেলেনা নাবিলার সাথে। নাবিলার বড় বোনের বিয়েতে আফতাব প্রথমবার নাবিলাকে দেখে মুগ্ধ হয়। অনেকদিন পর যখন সানির সাথে নাবিলার সম্পর্ক শেষের পথে ঠিক তখন আফতাবের সাথে দেখা হয় নাবিলার। দু’জনে ভালো বন্ধুত্ব হয়। আফতাব যেদিন নাবিলাকে তার ভালোবাসার কথা বলতে যাবে, ঠিক সেদিন ফিরে আসে সানি। বিয়েও ঠিক হয়ে যায় ওদের। কিন্তু শেষ মুহুর্তে নাবিলা বুঝতে পারে সে আফতাবের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। সানিও ব্যপারটা বুঝতে পারে। সানি নিজে নাবিলাকে আফতাবের হাতে তুলে দেয়।