বিকেল ৫টা ৩০ মি, ঈদের ৭ম দিন, এনটিভি
বিশেষ সঙ্গীতানুষ্ঠান: দুটি হৃদয়ের সুরে
অতিথি: সুবীর নন্দী ও কনক চাঁপা
উপস্থাপনা: দিনাত জাহান মুন্নী
প্রযোজনা: মোহাম্মদ নুরুজ্জামান
এনটিভিতে ঈদের সপ্তম দিন বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ সঙ্গীতানুষ্ঠান: দুটি হৃদয়ের সুরে। মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন দিনাত জাহান মুন্নী। এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন সুবীর নন্দী ও কনক চাঁপা। এই দু’জন খ্যাতিমান সঙ্গীত শিল্পী তাঁদের জনপ্রিয় সব গানগুলো গেয়েছেন বিশেষ এই আয়োজনে।