সন্ধ্যা ৭টা ৪৫ মি, ঈদের দিন থেকে ঈদের ৬ষ্ঠ দিন, এটিএন বাংলা
৬ পর্বের ধারাবাহিক নাটক ‘রকস্টার’
রচনা ও পরিচালনা: রায়হান খান
অভিনয়: তারিক আনাম খান, আবুল হায়াত, নওশীন
একটি গ্যারেজব্যান্ড চার জন সদস্য হিমেল, ওয়াসেফ, শিবলি, ও রাসেল। নিজেদের লেখা ও সুরে গান করে তারা। আপাতত বিয়ে বা হলুদের প্রোগামে গান গেয়েই কিছু টাকা আয় হয় তাদের। তাতে তাদের পকেট খরচও ঠিকমতো চলে না। তাদের অভাব ও স্বপ্ন দুটোই পাশাপাশি দৌড়াচ্ছে। স্বপ্ন একটা এ্যালবাম বের করা। আতœবিশ্বাস এক এ্যালবামেই বাজিমাত করে দিবে অডিও মার্কেটে। অনেক প্রডিউসারের কাছে দৌড়া দৌড়ি করেও অর্থের জোগান ঘটে না। কোথায় পাবে টাকা?
একদিন এক বিয়ের প্রোগামে গান গাইতে যেয়ে ওদের চোখ পড়ে এক মিলিনিয়রের দিকে। সবাই ঘিরে আছে লোকটির দামী গাড়ীটিকে। ওদের গান শোনার জন্যে একটি লোকও অবশিষ্ঠ নেই স্টেজের সামনে। সবার মধ্যমনি ফয়সাল চৌধুরী ও তার স্ত্রী তানজীনের দিকে। রাতের অন্ধকারে বসে আছে ব্যান্ডের প্রাকটিস রুমে সবার টাকা দরকার। সিদ্ধান্ত হয় গাড়ী চুরি করবে, এবং সেটা ফয়সাল সাহেবের। হিসেব মিলিয়ে দেখা যায় ওনার ইমপোর্টেড গাড়ীটি বিক্রি করতে পারলে, নিজেদের প্রয়োজন মিটে যাবে সহজেই। তারপর না হয় ফয়সাল সাহেবের হাত পা ধরে ক্ষমা চেয়ে নেবে। শুরু হয় প্লান, লিড করছে হিমেল। একদিন প্লান মোতাবেক ফয়সাল সাহেবের অফিসের নিচ থেকে চুরি করে গাড়ীটি। এরপর কাহিনীতে শুরু হয় নাটকীয়তা।