রাত ৮টা ১৫মি, ঈদের দিন থেকে ৬ষ্ঠ দিন, এটিএন বাংলা

৬ পর্বের নাটক ‘অস্থির পারভেজ’

রচনা: মারুফ রেহমান
পরিচালনা: আর বি প্রিতম
অভিনয়: ইরেশ যাকের, আবুল হায়াত, মুহতারিমা তাবাসসু


পারভেজ সব কাজেই থাকে অস্থির। এলাকায় সবাই তাকে অস্থির পারভেজ নামেই চেনে। বন্ধুরা যেখানে ব্রিলিয়ান্ট রেজাল্ট করে সেখানে অস্থির পারভেজ টেনেটুনে ফেল। এমনই যার বিদ্যার দৌড় সেই পারভেজই হঠাৎ এলাকায় প্রতিষ্ঠা করে স্কুল। এই স্কুলের ভর্তির যোগ্যতা ও কারিকুলাম সবই আলাদা। স্কুল প্রজেক্টে তার সঙ্গী নান্টু ভাই। এলাকার যত চায়ের দোকান সবই নান্টু ভাইয়ের। এ ছাড়া তার পাঁচতলা বাড়িও আছে। সারা দিন চায়ের দোকানে বসে থাকার ব্যস্ততার পরেও নান্টু ভাইয়ের স্ত্রীর অভিযোগ স্বামী কিছু করে না। পারভেজও যেহেতু কিছু করেনা তাই নান্টু ও পারভেজ মিলে সিদ্ধান্ত নেয় দু’জনেই ‘কিছুই করে না’ বদনাম ঘোচাবে। এজন্যই এই স্কুল প্রজেক্ট। এলাকার কমিশনারের কাছে এই স্কুল প্রজেক্ট অন্যরকম ম্যাসেজ দেয়। কমিশনারকে না জানিয়ে এমন একটি কাজ করার একটাই অর্থ। এলাকায় কমিশনারের আধিপত্য খর্ব হওয়া। ব্যাপারটা তিনি কোনোভাবেই মানতে পারেন না। অথচ কমিশনারের একমাত্র মেয়ে শম্পা পারভেজের স্কুলের টিচার। এমনই এক গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদের নাটক ‘অস্থির পারভেজ’।

এয়ারটেল নিবেদিত ৬ পর্বের এ নাটকটি এটিএন বাংলায় প্রচার হবে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত রাত ৮টা ১৫ মিনিটে। এয়ারটেল আয়োজিত ‘খোজ দ্য ফেস-৩’-এর তিনজন বিজয়ী এ নাটকে অভিনয় করেছেন। এর হলেন আমিনুল ইসলাম আলভি, মুহতারিমা তাবাসসু ও নাবিলা আফরোজ অনিমা। নাটকটিতে ‘অস্থির পারভেজ’ চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের। নাটকে আরো আছেন আবুল হায়াত, সাবেরি আলম, মিশু সাব্বির, সোনিয়া প্রমুখ। মারুফ রেহমানের রচনায় নাটকটি পরিচালনা করছেন আর বি প্রিতম।

 

২২ জুলাই ২০১৫

নাটক

 >  Last ›