রাত ১০টা ৪৫মি, ঈদের ৬ষ্ঠ দিন, এটিএন বাংলা
সাবিনা ইয়াসমীন এর ‘গানে গানে কিছুক্ষণ’
পরিচালনা: রাসেল মাহমুদ
বাংলাদেশের সুর সম্রাজ্ঞী, আমাদের অহংকার, জীবন্ত কিংবদন্তি, কোকিল কন্ঠী গানের পাখী সাবিনা ইয়াসমিন। সুরের আলোয় সবার জীবন ভরিয়ে দেন তিনি। রজনী গন্ধা ফুলের মতোই সুরের সৌরভ বিলিয়ে যাচ্ছেন দশকের পর দশক ধরে। গান গেয়েই যিনি বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছেন সারা পৃথিবীর সাথে, তাকে কি নতুন করে পরিচয় করিয়ে দেয়ার প্রয়োজন নেই। কারন পৃথিবীতে তিনি একজনই। বরেণ্য এই কণ্ঠশিল্পীকে নিয়ে এটিএন বাংলা’র ঈদ অনুষ্ঠানমালার জন্য নির্মিত হয়েছে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘গানে গানে কিছুক্ষণ’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রাসেল মাহমুদ।
অনুষ্ঠানে শিল্পী গেয়েছেন তাঁর কালজয়ী গান ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘একি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে’, ‘আমি রজনী গন্ধা ফুলের মতো’, ‘দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়’, ‘কেউ কোনদিন আমারে তো কথা দিলোনা’, ‘যদি মরনের পরে প্রশ্ন করে’ এবং ‘সময় হয়েছে ফিরে যাবার’। অনুষ্ঠানে শিল্পীর শৈশব, বেড়ে ওঠা থেকে শুরু করে শিল্পী জীবনের অনেক অজানা ও গুরুত্বপুর্ণ কথা এবং জনপ্রিয় গানের পেছনের গল্প উঠে এসেছে। অনুষ্ঠানে তাঁকে নিয়ে স্মৃতিচারণ করেছেন দেশের বরেণ্য কয়েকজন সুরকার।
সাবিনা ইয়াসমিন এমনি একটি নাম যা হাজার বছর শ্রোতাদের মাঝে বেঁচে থাকবে। বেঁচে থাকবে নতুন প্রজন্মের শিল্পীদের মাধ্যমে। অনুষ্ঠানে সাবিনা ইয়াসমীন এর পাশাপাশি তার গাওয়া গানগুলো গেয়েছেন এই প্রজন্মের শিল্পীরা।