সকাল ৯টা, ঈদের দিন, এটিএন বাংলা
ঈদ-উল-ফিতরের বিশেষ কাওয়ালী
‘আল্লাহ্-নবীর সান’
এটিএন বাংলার এবারের ঈদে অন্য অনেক বিনোদন ও আনন্দের সাথে দর্শকদের জন্য রয়েছে বিশেষ আয়োজন ইসলামী কাওয়ালী সঙ্গীতের অনুষ্ঠান ‘আল্লাহ্-নবীর সান’। ভারতীয় উপমহাদেশে ৭ম হিজরি শতকের মুজাদ্দিদ, সুলতানুল হিন্দ, খাজা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ্ ও নবীর সানে হাম্দ নাথ, ক্কাছিদা এবং সামা শরীফের আয়োজন করতেন। সেই থেকে ভারতীয় উপমহাদেশ তথা বাংলাদেশেও কাওয়ালী’র প্রচার ও অধ্যাসায় শুরু হয়। বাংলা ও বাঙালী সংস্কৃতির সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছে সঙ্গীত। যে কোনো উৎসব আয়োজনে বিশুদ্ধ আনন্দের অন্যতম অনুষঙ্গ এই সঙ্গীত। বলা হয় লোকজীবনের গান হলো বাঙালীর প্রাণ। পল্লী ভাটিয়ালী মুর্শিদি সব গান বাঙালীর আত্মার খোরাক জোগায়।
আল্লাহ্-নবীর সান অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন সকাল ৯টায় এটিএন বাংলায়। ঈদের এ উৎসবে চলুন আমরা মেতে থাকি কাওয়ালী’র সঙ্গীতের আবেশে।