ভূতের ভয়ঈদের দিন রাত ১১ টা ২৫ মি, আর টিভি
ভূতের ভয়
রচনা পান্থ শাহরিয়ার
পরিচালনা নঈম ইমতিয়াজ নেয়ামুল
অভিনয় আফজাল হোসেন, অপি করিম

ঝকঝকে নতুন ফ্ল্যাট, ভাড়া হয়নি বাড়ীটা হবার পর থেকে এখন পর্যন্ত। কথিত আছে বাড়ীওয়ালা প্রথম দিনেই এই বাড়ীতে খুন হয়েছিলো, তারপর পরই স্ত্রী ফ্ল্যাট বিক্রি করে দিয়ে চলে যান। কিন্তু কথা ঠিকই রটে যায়। এবং সেই কথার সূত্র ধরে এ পর্যন্ত যারাই বাড়ী ভাড়া নিয়েছে, মাস খানেকের মধ্যে ভাড়া গুণে দিয়ে বাড়ী ছেড়ে গেছেন। ২৫ নাম্বার ভাড়াটে হিসাবে আজ সকালেই কেয়ার টেকার এর কাছ থেকে চাবি বুঝে নিয়েছে সেজুতি। সবার আড়চোখ এগিয়েই সেজুতি বাড়ীটা ভাড়া নিয়েছে। একা একটা মেয়ে এমন ভুতুড়ে বাড়ীতে থাকতে এসেছে, পাড়ার লোক থেকে কেয়ার টেকার সবাই তো একবার ঘুরে তাকাবেই। অনেকে যেন আগ বাড়িয়ে কিছু বলতে চেয়েছে সেজুতিকে। মিষ্টি এক চিলতে হেসে সেজুতি এড়িয়ে গেছে সবাইকে। ছোট্ট ফ্ল্যাট - সেজুতির জিনিস পত্র বলতে তেমন কিছু নেই। দিনে দিনেই ঘর গোছানোর কাজটা সেজুতি সেরে ফেলে একা একা। সন্ধ্যার পর আর্বিভাব ঘটে এক অচেনা লোকের । শুরু হয় অন্য ঘটনা।

পান্থ শাহরিয়ার রচনায় ও নঈম ইমতিয়াজ নেয়ামুল এর পরিচালনায় নাটকটির নাম ভ’তের ভয়। নাটকটি প্রচার হবে আরটিভিতে ঈদের দিন রাত ১১ টা ২৫ মিনিটে।

১৬ জুলাই ২০১৫

নাটক

 >  Last ›