মিস্টার পাষাণ ইন লাভ
ঈদের দিন রাত ৭ টা ৫০ মি, আর টিভি
রচনা: ফারুক হোসেন
পরিচালনা:হিমেল আশরাফ
অভিনয় সালাউদ্দিন লাভলু,মম
মিস্টার পাষান সালাউদ্দিন লাভলু। পাষাণ একজন কন্ট্্রাক্ট কিলার। এটা তার নাম নয়, উপাধি। অতি বিভিৎস ও অত্যান্ত নির্মম পদ্ধতিতে খুন করার কারণে সে এই উপাধি পেয়েছে। পাষাণ মানসিকভাবে অপরিনীত ও নিয়ন্ত্রনহীন এক মানুষ। পাষাণের যেমন রয়েছে সাধারণ মানুষের তুলনায় অনেকগুণ বেশী অবেগ। তেমনি রয়েছে সাধারণ মানুষের তুলনায় অনেক বেশী নির্মমতা। যেমন রয়েছে অস্বাভাবিক পর্যায়ের ধৈর্য্য, তেমনি রয়েছে অসম্ভব একরোখা ভাব। সে যা বুঝবে, বলবে তাই ঠিক। পাষাণের এই অতিরিক্ত আবেগ ও একরোখা স্বভাব দর্শকদের হাস্যরসের কারণ হবে। সেই পাষাণ এখন লাভের মধ্যে। ভলোবাসা ও ব্যবসায়িক লাভ। এ দুই লাভের মধ্য দিয়ে এবারে কাহিনী মিস্টার পাষান ইন লাভ।
ফারুক হোসেনের রচনা ও হিমেল আশরাফের পরিচালনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় সালাউদ্দিন লাভলু,মম প্রমূখ। মিস্টার পাষাণ ইন লাভ নাটকটি প্রচার হবে আরটিভিতে ঈদের দিন রাত ৭ টা ৫০ মিনিটে ।