দুপুর ২টা ৪০মি, ১১ সেপ্টেম্বর, চ্যানেল নাইন
টেলিফিল্ম: মানি টকস্
রচনা ও পরিচালনা: রায়হান খান
অভিনয়: তারিক আনাম খান, মৌসুমী
ইটের ভাটার পাস দিয়ে হেটে যাচ্ছিল স্কুল শিক্ষক এমদাদ। চোখে পড়ে একটি বিভৎস হত্যা দৃশ্য। জ্ঞান হারায় এমদাদ। স্থানীয় হসপিটাল থেকে জানানো হয় কোমায় আছেন তিনি। খুন করা হয়েছে রাসেল নামের এক যুবককে যার বাবা ইমতিয়াজ একজন ছোট ইটের ব্যবসায়ী। পুলিশ তদন্তে জানা যায় একজন মাত্র সাক্ষী আছে, তিনি এমদাদ যিনি কোমায় আছেন। এমদাদের পরিবারে একটি মেয়ে অহনা ছাড়া আর কেউ নেই। সামর্থ নেই ঢাকায় কোন বড় হসপিটালে বাবাকে চিকিৎসা করানোর। এগিয়ে আসে ইমতিয়াজ নিজের সর্বোচ্চ সামর্থ নিয়ে, এমদাদকে নিয়ে ঢাকার বড় হসপিটালে। কারন ইমদাদ সুস্থ হলেই খুজে পাওয়া যাবে তার সন্তানের হত্যাকারীকে। একদিন হসপিটালে ছুটে আসে রিফাত নামের এক মধ্যবয়স্ক লোক। অহনাকে জানায় সে তার বাবার ছাত্র ছিল এবং সে তার শিক্ষকের জন্য কিছু করতে চায়। রিফাত প্রতিদিন আসে। আস্তে আস্তে সর্ম্পক গড়ে ওঠে। কিছুদিন পর ইমতিয়াজকে ফিরিয়ে দেয় অহনা। শুরু হয় রিফাতের টাকায় চিকিৎসা, একসময় ভালবাসা, বিয়ের সিদ্ধান্ত। কিন্তু বাবার সুস্থতার ভবিষ্যৎ তো অনিশ্চিত। এক সময় সিদ্ধান্ত নেয়া হয় একমাসের মধ্যে জ্ঞান না ফিরলে খুলে নেয়া হবে লাইফ সাপোর্ট।