ঈদের ২য় দিন রাত ৯ টা ২০ মি, আর টিভি
মৌ - নোবেলের লাভ ফাইনালি
দীর্ঘ চার বছর পর মৌ- নোবেল কৌশিক সংকর দাশ পরিচালনায় ‘লাভ ফাইনালি’ নামের একটি নাটকে অভিনয় করেছেন। নাটকটি প্রচার হবে আরটিভিতে ।ঈদের দ্বিতীয় দিন রাত ৯ টা ২০ মিনিটে। নাটকে নোবেল ও মৌয়ের চরিত্রের নাম ঈষাণ ও নন্দিনী।
নাটকটির গল্পে দেখা যাবে, ‘ঈষাণ ও নন্দিনী দীর্ঘ আট বছর একে অপরকে ভালোবাসে। পেশায় ঈষাণ একজন সংগীত পরিচালক। আর নন্দিনী ফ্যাশন ডিজাইনার। পেশাগত কাজে দুজন এত ব্যস্ত ছিল যে সংসার করার কথা তাদের ভাবনায় আসেনি। বন্ধুরা তাদের বিয়ের কথা বললেও কেউ সিরিয়াস হয়নি। একপর্যায়ে তাদের সম্পর্কে তিক্ততা শুরু হয়। তারা সিদ্ধান্ত নেয়, সম্পর্ক আর রাখবে না।’ এভাবে এগিয়ে যায় ‘লাভ ফাইনালি’ নাটকের গল্প।