বিকাল ৫ টা, ৩১ জুলাই, আর টিভি
একক নাটক: জমজ-৩
চিত্রনাট্য: অনিমেষ আইচ
পরিচালনা: আজাদ কালাম
অভিনয়: মোশাররফ করিম, প্রসূণ আজাদ
এর আগে প্রচারিত জমজ, জমজ ২ দর্শকের কাছে দারুণ জনপ্রিয় হয়। এবার এি সিক্যুয়ালের জমজ ৩ নির্মাণ হলো। নাটকে তিনটি ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। অনিমেষ আইচের চিত্রনাট্যে ও আজাদ কালামের পরিচালনায় নাটকে অভিনয় করেছেন, মোশাররফ করিম, প্রসূণ আজাদ প্রমূখ।