রাত ৯ টা ৩০ মি, ৭ আগস্ট, চ্যানেল নাইন

একক নাটক: আমাকে একটা গল্প দিবেন প্লিজ

রচনা ও পরিচালনা: মেহেদী হাসান
অভিনয়: রিয়াজ, তারিক আনাম খান, তিশা


কাহিনী সংক্ষেপ: এলাকা থেকে পতিতালয় উঠিয়ে দেওয়া হয়েছিলো অনেক আগেই। সেঁটে দেওয়া হয়েছিলো ‘নিষিদ্ধ পল্লী’র সিলমোহর। ঘটনার অনেকদিন পর ঢাকার এক সাংবাদিকের পা পড়ে সেখানে। সে দেখতে চায়, জানতে চায়, কেমন আছে তারা; ওই পল্লীকে ঘিরে জীবিকা ছিলো যাদের। সেখানে বিভিন্ন চরিত্র। তারা হাসে, নাচে, দুঃখের কথা বলে। সাংবাদিক বিস্মিত হয়। তবে তার বিস্ময়ের সীমা ছুঁয়ে যায় তখন পতিতালয়ের চরিত্রগুলো বলে, ‘আমরা সবাই মৃত’।

আজ চ্যানেল নাইনে প্রচারিত হবে একক নাটক ‘আমাকে একটা গল্প দিবেন প্লিজ’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান। অভিনয়: রিয়াজ, তারিক আনাম খান, তিশা প্রমুখ।

৭ আগস্ট ২০১৫

নাটক

 >  Last ›