ঈদের ২য় ও ৩য় দিন বিকেল ৫ টা ৩০ মি, আর টিভি
অটিজম শিশুদের বিশেষ অনুষ্ঠান
এলো খুশির ঈদ
অংশগ্রহণে নকিব খান, প্রীতম, নাদিয়া, আজরা, মিউনি
অটিস্টিক শিশুদের নিয়ে আরটিভিতে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান এলো খুশির ঈদ। অনুষ্ঠানে অটিস্টিক শিশুরা নাচ, গান ও ফ্যাশনে অংশ নেন।
শিশুদের সাথে দলীয় সঙ্গীতে অংশ নেন কণ্ঠশিল্পী নকিব খান, প্রীতম। নাচে অংশ নেন নৃত্যশিল্পী নাদিয়া ও র্যাম্পে অংশ নেন মডেল আজরা , বিউটিশিয়ান মিউনি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রী মেহের আফরোজ চুমকী এবং সাংসদ হাবিব এ মিল্লাত, এম পি।
সৈয়দা মুনিরা ইসলামের পরিকল্পনা ও উপস্থানায় এলো খুশির ঈদ প্রচার হবে আরটিভিতে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন বিকেল ৫ টা ৩০ মিনিটে।