বিকাল ৩ টা, ১৪ আগস্ট, চ্যানেল নাইন
টেলিফিল্ম: ধূসর পান্ডুলিপি
রচনা ও পরিচালনা: গৌতম কৌরী
অভিনয়: অপূর্ব, ফারাহ রুমা
অপর্না একজন প্রাইমারি স্কুল শিক্ষিকা। একছেলে ও পঙ্গু স্বামীকে নিয়ে সংসার। অপর্না এতো কঠিন পরিশ্রমের মাঝেও কবিতা লিখে, কবিতা লিখার অভ্যাস তার ছোটবেলা থেকেই। কিন্তু টাকা পয়সার অভাবে কখনই তা করা হয়ে উঠেনি। এভাবেই একদিন বাংলাবাজারের একজন প্রকাশকের সন্ধান পায় অপর্না, যে কম মূল্যে বই প্রকাশ করে থাকে। অপর্না যায় তার সাথে দেখা করতে। প্রকাশক তাকে জানায়, বই করতে মিনিমাম কত টাকা বাজেট লাগবে,অপর্না দেখে এতটাকা ও তার কাছে নাই,পরের দিন যখন সে পুনরায় প্রকাশকের কাছে যায়, প্রকাশক তাকে একটা অদ্ভুত প্রস্তাব দেয়, একজন এমপিবই প্রকাশ করবে। তার বই করার জন্য সে কিছু কবিতা নগদ টাকা দিয়ে কিনতে চায়, অপর্না চাইলে কবিতা গুলো বিক্রি করতে পারে, ভালো টাকা পাবে। মধ্যবিত্ত মন মানসিকতার দোটানায় পওে অপর্না। স্বামীর সাথে বিষয়টা শেয়ার করলে স্বামী বিক্রি করার পক্ষে মতদেয়, কারন সংসারে সবার আগে টাকা দরকার। প্রকাশক মধ্যস্বত্ত্য ভোগী হিসেবে টাকা নিয়ে নিতে পাওে এই যুক্তিতে সেএমপি সাহেবের সাথে সরাসরি কথা বলার বুদ্ধিদেয় অপর্নাকে। অপর্না একদিন দেখা করে এমপিসাহেবের সাথে। মানসিক দোটানা চূড়ান্ত পর্যায়ে পৌছায় অপর্নার, বই নিয়ে সে কোন সিদ্ধান্ত নিতে পারেনা। এসব চিন্তা করতে করতেই অপর্না রাস্তায় এক্সিডেন্ট করে।