বিকাল ৫ টা, ৭ আগস্ট, আরটিভি

নাটক: চুন্নু এন্ড সন্স

রচনা ও পরিচালনা: ইমরাউল রাফাত

অভিনয় মোশারাফ করিম,সাজু খাদেম,কচি খন্দকার


চুন্নু সাহেব একজন স্বনামধন্য বাক্তি। সে অঢেল সম্পত্তির মালিক। তার দুই ছেলে সাজু ও মোশারাফ। তাদের দুই ভাইয়ের সম্পর্ক সাপে-নেউলের সম্পর্কের মতো।কোন কাজেই তাদের মিল নেই। তাদের দুই ভাইকে নিয়ে চুন্নু সাহেবও বেজায় চিন্তিত। তাই সে মৃত্যুর আগে তার উকিল অ্যাডভোকেট কচিকে উইল করতে বলেন যে, তারা যদি তাদের বাবার সম্পত্তি পেতে চায় তবে তাদের একমত হতে হবে না হলে তারা কিছুই পাবে না এবং সম্মতি এতিমখানার নামে চলে যাবে। তাদের বাবা মারা যাবার পরে এই উইল পড়ে তারা দুই ভাই খুব চিন্তিত হয়ে পরে।

তারা চাইলেইও সম্পত্তি বিক্রি করতে পারে না একজন হ্যাঁ বললে আরেকজন না বলে তাই তারা তাদের পুর বাড়িকে সমানভাগে ভাগ করে, শোবার ঘর থেকে শুর“ করে ডাইনিং টেবিল পর্যন্ত। এরপর হতে থাকে একের পর এক মজার ঘটনা।সাজু যদি বলে সে ডানে যাবে মোশারাফ বলে সে বায়ে যাবে, সাজুর টাকা লাগলে সম্মত্তিপত্রে মোশারাফ সাক্ষর করে বা করলেও ৫০০০ টাকা চাইলে ২০০০ টাকা অনুমোদন করে সাক্ষর করে।এভাবেই চলতে থাকে তাদের দুই ভাইয়ের জীবন। হঠাৎ একদিন মোশারাফ প্রেমে পড়ে পাশের পাড়ার মেয়ে চুমকির।চুমকিও মোশারাফকে ভালবাসে। কিন্তু‘ পথের কাটা হয়ে দাড়ায় সাজু। সম্পর্কের মোড় নেয় অন্য দিকে । এমনই এক কাহিনী নিয়ে নির্মিত হয়েছে নাটক চুন্নু এন্ড সন্স।

ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় নাটকে অভিনয় করেছেন, মোশারাফ করিম,সাজু খাদেম,কচি খন্দকার,প্রমুখ।

৭ আগস্ট ২০১৫

নাটক

 >  Last ›