রাত ৯টা ৩০মি, ৪ সেপ্টেম্বর, চ্যানেল নাইন

একক নাটক: ৩৬০ আওয়ারস

রচনা: তারভীর খান
পরিচালনা: ফরহাদ আহমেদ
অভিনয়: আজাদ আবুল কালাম, শবনম ফারিয়া, শাহরিয়ার রানা


নাটক সর্ম্পকে রহস্য গল্পে নিমর্তি নাটকটিতে আজাদ আবুল কালাম একজন লেখকের চরিত্রে অভিনয় করেছেন। খুন, মারামারি, ঝগড়া, পুলিশ, একের পর এক ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাটকটি এগিয়ে চলে। শবনম ফারিয়াকে অন্যভাবে দেখা যাবে এই নাটকে। দুর্দান্ত এ্যাকশান হিরো চরিত্রে দেখা যাবে শাহরিয়ার রানাকে। তাকে নিয়ে একটি চমকও আছে এই নাটকে। একদকে মুকুল সিরাজের প্রত্যেকবার পর্দায় আগমনে দশর্ককে হাসতে হবে অন্যদিকে আনন্দ খালেদের আগমনে কেপেঁ উঠতে হতে পারে। নাটকটিতে আরও অভিনয় করেছেন তমাল মাহমুদ।

৪ সেপ্টেম্বর ২০১৫

টেলিভিশন

 >  Last ›