ঈদের ৭ম দিন সন্ধ্যা ৭ টা ১০ মি, আর টিভি

একক নাটক নাটকীয় ভালবাসা

রচনা ও পরিচালনা হাসান জাহাঙ্গীর
অভিনয় নিবর, বাঁধন ও হাসান জাহাঙ্গীর


নাটকে দেখা যাবে, বাঁধন ভালোবাসে নিরবকে, নিরব ও ভালোবাসে বাঁধনকে। একদিন রেষ্টুরেন্টে খাবেরর সময় পরিচয় হয় নিরবের ইউনিভার্সিটির ব্যবসায়ী বন্ধু হাসান জাহাঙ্গীরের সাথে, নিরব বাঁধনকে পরিচয় করিয়ে দেন। হাসান জাহাঙ্গীরের চোখে চোখ পড়ে বাধনের । এর পর হাসান জাহাঙ্গীর ফেইসবুকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায়, বাধন তা একসেপ্ট করে। শুরু হয় দু’জনের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক , আস্তে আস্তে বাঁধন হাসান জাহাঙ্গীরের প্রেমে হাবু-ডুব খায়। ঘটনা জানতে পাড়ে নিরব। এরপর মুখোমুখি হয় বাঁধনের, বাধন ফিরিয়ে দেয় নিরবকে । এরপর নিরব আবার মুখোমুখি হয় হাসান জাহাঙ্গীরের । ঘটনার কোন সমাধান করতে না পেরে মনের দিক থেকে দূর্বল হয়ে যায়। নিরবের এই অবস্থা দেখে বাধন ফিরে আসে, এসে জানতে পারে হাসান জাহাঙ্গীর আসলে ভাড়াটে প্রেমিক, নিরব তাকে প্রেম করতে রিকুয়েষ্ট করেছে- পুরোটাই ছিল নাটকীয় ভালবাসা ।

ঈদের সপ্তম দিন ৭ টা ১০ মিনিটে আরটিভিতে প্রচার হবে নাটক নাটকীয় ভালোবাসা। হাসান জাহাঙ্গীরের রচনা ও পরিচালনায় নাটকে অভিনয় করেছেন নিবর, বাঁধন ও হাসান জাহাঙ্গীর।

১৬ জুলাই ২০১৫

নাটক

 >  Last ›