দুপুর ২টা ৩০মি, ২৮ আগস্ট, চ্যানেল নাইন
টেলিফিল্ম: ত্রিকোনমিতি
রচনা: হাবিব জাকারিয়া উল্লাস
পরিচালনা: অনন্য ইমন
অভিনয়: তারিক আনাম খান, নাঈম, স্পর্শিয়া
চ্যানেল নাইনে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘ত্রিকোনমিতি’। নাটকের মূল চরিত্র পঁয়তাল্লিশ পেরুনো প্রবাসী বোহেমিয়ান বিলিওনিয়ার ইরাজ আহমেদ, এক পাগলাটে লোক। ফেসবুকে নিজের ৩৫ বছর বয়সী লেডীকিলার টাইপের ছবি ঝুলিয়ে সে একের পর এক টিন এজার তরুণীদের দিয়ে ফ্রেন্ডলিস্ট বড় করে চলছিল। উদ্দেশ্য বিশেষ খারাপ না, আজও নাকি তিনি মনের মানুষ খুঁজে যাচ্ছেন। পৃথা যেদিন তার ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করলো সেদিনি লাভ এ্যাট দ্যা ফার্স্ট সাইট।
বলা নেই-কওয়া নেই এক ভোরে সে চট্রগ্রামে পৃথার বাসায় হাজির। বাসা তখন থমথমে, পৃথার বাবা বিদেশে, মা একা বাসায়, পৃথা গতরাতে পালিয়েছে। ইরাজের মাথায় বাজ। পৃথা আর সায়েমও কম পাগলাটে নয়।
সায়েম মধ্যবিত্ত ঘরের ছেলে হলেও তার সাহস আর পাগলামীর কমতি নেই। ফলে সে চট্রগ্রাম গিয়ে হাজির হয়েছিল, কিন্তু বিলিওনিয়ার বাবার মেয়ে পৃথা যখন গাড়ি আর কয়েক লক্ষ নগদ টাকা সহ হাজির হয়ে গেল তখন সায়েম অবাক না হয়ে পারে নি। দুজনেরি ভবিষ্যত জানা নেই, কিন্তু নিজেদের প্রেমকে সফল করতে হলে পালাতে হবে এটুকুই জানে তারা। আর ঢাকার মত পালিয়ে থাকবার উপযুক্ত জায়গা কোথায় আছে? দুজনে একটা হোটেলে উঠেছিল।
প্রকৃতির কি খেলা, পৃথা আর সায়েম যখন ভবিষ্যত পরিকল্পনা প্রায় গুছিয়ে ফেলেছে, তখনি মিশনে ব্যার্থ হতাশ ইরাজ পাশের রুমে হাজির, পৃথাকে দেখে তার চোখ জ্বলে উঠলো। ইতিহাস শুনে সায়েমের মাথা গরম, কিন্তু ইরাজের কোন বিকার নেই, সে সমানে তার আবেগ ঢেলে যাচ্ছে। এমন গল্প নিয়ে এগিয়ে যায় টেলিফিল্ম ‘ত্রিকোনমিতি’।
টেলিফিল্মটি রচনা হাবিব জাকারিয়া উল্লাস ও পরিচালনায় অনন্য ইমন। অভিনয় করেছেন তারিক আনাম খাঁন, নাঈম, স্পর্শিয়া ও আরো অনেকে।
সাতদিন/এমজেড