সকাল ১০টা ৩৫ মি, ১৬ আগস্ট, এটিএন বাংলা
সৈয়দ ওয়ালিউল্লাহ্’র উপন্যাস অবলম্বনে
চলচ্চিত্র: লালসালু
পরিচালনা: তানভীর মোকাম্মেল
অভিনয়: রাইসুল ইসলাম আসাদ, চাঁদনী, রওশন জামিল, আলী জাকের
প্রখ্যাত কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালিউল্লাহ্’র উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র ‘লালসালু’ নির্মিত হয় ২০০১ সালে। তানভীর মোকাম্মেল পরিচালিত সিনেমাটিতে তৎকালিন পূর্বপাকিস্তানের এক প্রত্যন্ত গ্রামের মুসলিম সমাজের চিত্র ফুটে উঠেছে। এতে দেখা যায় গ্রামের মানুষের কুসংস্কার, অন্ধ বিশ্বাস ইত্যাদি বিষয়ের পাশাপাশি উঠে এঠে এসেছে ব্যক্তি মানুষের অস্তিত্ব সংকট ও টিকে থাকার সংগ্রাম।
গল্পের শুরুতে দেখা যায় প্রত্যন্ত এক গ্রামে এসে উপস্থিত মজিদ নামের এক মোল্লা। সে এসেই এক অদ্ভুত কাজ করে। গ্রামের এক প্রান্তে অবস্থিত ঝোপ-ঝাড় বেষ্টিত একটি কবরকে পরিচ্ছন্ন করে এবং ঘোষণা দেয় যে এটা এক প্রখ্যাত পীরের কবর। সে ধীরে ধীরে সেখানে একটি মাজার প্রতিষ্ঠা করে। লাল কাপড়ে ঢাকা সেই কবরকে ঘিরে গ্রামের মানুষের উৎসাহ বেড়ে উঠে। মজিদ এমনভাবে প্রচারণা চালায় যাতে গ্রামবাসীর মনে এই কবরকে এতদিন অবহেলা করার কারণে অপরাধ বোধ জাগ্রত হয়। এভাবেই মজিদ সেই গ্রামের বসতি স্থাপন করে এবং বিয়ে করে।
স্ত্রীকে নিয়ে সে সম্মানের সাথে গ্রামে বসবাস করছিল। তার স্ত্রী কৃষকের ঘরের মেয়ে। কর্মঠ, পরিশ্রমী, কিন্তু দেখতে শুনতে তেমন আকর্ষণীয় নয়। গ্রামের মানুষের কল্যাণে তার আর্থিক সচ্ছলতাও এসেছিল। তার ক্ষমতা ও প্রতিপত্তি বৃদ্ধি পেলে সে দ্বিতীয় বিবাহও করে ফেলে।
নতুন বউ এক কিশোরী মেয়ে যার মধ্যে রয়েছে চঞ্চলতা। সে যেন কোন কিছুকেই ভয় পায় না। মাজারের প্রতিও তার যেন তেমন শ্রদ্ধা ভক্তি নেই। এতে বিচলিত হয়ে উঠে মজিদ। তার অস্তিত্ব যেন আবার সংকটে পড়ে। নতুন বউকে শসন করতে গিয়ে কঠোর হয়ে উঠে মজিদ।
সিনেমাটি আটটি বিষয়ে জাতীয় পুরষ্কার লাভ করে। এটি ভারত, কোরিয়ায়া, ইংল্যান্ড, কানাডা, বেলজিয়ামসহ বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত হয়।
সাতদিন/এমজেড