রাত ৯টা ৩০মি, ঈদের ৬ষ্ঠ দিন, চ্যানেল নাইন
বিশেষ নাটক: স্বপ্ন ডানা
রচনা: রিজওয়ান খান
পরিচালনা: কায়সার আহমেদ
অভিনয়: আনিসুর রহমান মিলন, নাদিয়া, রিয়া
আশিক ও রবিন পাশাপাশি ফ্লাটে থাকে। দুইজনেই প্রাইভেট ফার্ম চাকুরী করে। আশিকের স্ত্রী রিনির সাথে রবিনের স্ত্রীর রীমার সাধারন বিষয় নিয়ে ঠান্ডা লড়াই আছে। ঈদ আসন্ন হলে রিনি ও রীমা ঈদ শপিং নিয়ে প্রতিযোগিতায় নামে। দু স্ত্রীর দাবী মানতে গিয়ে রবিন ও আশিককের প্রভিড্যান্ড ফান্ড থেকে লোন নিতে হয়। তাতেও না কুলালে পরিচিত জনদের কাছ থেকে ধার করতে হয়। কেনার প্রতিযোগিতা করতে গিয়ে দু পরিবারের এমন অবস্থা হয় যে ঈদের সেমাই, মাছ, মাংস কেনার টাকা থাকেনা। পাওনাদারদের ভয়ে আশিক ও রবিন লুকিয়ে থাকে। দুই পরিবারের ঈদ আনন্দ মাটি হয়।